তোমার হৃদয়ের আঙিনায় সুখ হয়ে আমি শীতল পরশ দিয়ে যাই
তোমার অসীম চাওয়ায়,বিষাদ রাতের সীমা ছুঁয়ে গেলে
আমি ভালোলাগার সুর দিয়ে গান শুনিয়ে যাই।
দক্ষিণা বাতাস হয়ে তোমাকে তুমুল নাড়িয়ে দিয়ে যাই
তোমার যতো কষ্ট ক্লেশ মুছে দিয়ে যাই
যখন শরতের শুভ্র মেঘের একলা এক আকাশ কাঁদে।
যদি কখনো ঝিঁ-ঝিঁ পোকার ডাকে
শান্ত নিঝুম রাতের চোখের পাতা নিয়মের ঘুমে না জড়ায়
যদি কোনদিন ভোরের ফুল, সৌরভ না ছড়ায়,
যদি কোনদিন সকালের সোনামুখি রোদ,তোমার জানালায় উঁকি না দেয়
যদি কোনদিন দক্ষিণা বাতাসে ঝড় উঠে,মহাঝড়
যদি কোনদিন সম্পর্কের মাঝে সেতুটা ভেঙে যায়
জেনে নিও তখনও আমি তোমারই থাকব,সম্পর্কের গভীরে অবাক বিস্ময়ে।
জেনে নিও আমি সেই সোনামুখি রোদ হবো,তোমার জানালায়
জেনো আমি রয়েছি ---
জীবনের প্রথম প্রথম থেকে শেষ-অব্দি
তোমার সকল সুখের প্রহরায়।