তুমি নেই বলে------
রাত্রির অন্ধকার নিঃশব্দে অশ্রুপাত করে নিভৃতে
স্বপ্নরা লুট হয়ে যায় ঘোর অমানিশায়,
শকুন নেমে আসে, আমার স্বপ্নের জগতে।
স্তব্দতার দেহ ছিঁড়ে নেয়,অব্যক্ত কথামালা
অগনিত ব্যাথার ভিড়ে তীব্র নীল হয়
আমার জাগতিক স্বপ্নের দল।
তুমি নেই বলে------
শূন্যতার বুকে হাত রেখে অনুভবে কাঁদে
আমার স্বপ্ন সত্ত্বা
শ্বাপদের আঘাতে ছিন্ন হয়, অনুভূতি গুলো
পতিত আত্মার হাসিতে, চৌচির নিস্তব্ধ প্রহর।
তুমি নেই বলে------
ঘোর অমানিশায় হাতড়ে বেড়াই
সেই --আমাকে পাওয়ার, তোমার ব্যকুলতা।
কিন্তু --
প্রতিক্ষার প্রহর ভেঙে উঠে আসে শুধু দীর্ঘশ্বাস
সময়ের ভাঁজে ভাঁজে
ঘর্মাক্ত স্বপ্ন গুলো,প্রচন্ড অভিমানে গর্জে উঠে
কষ্টে নীল হয়,আমার সব- সবকিছু।