তুমি নেই বলে------
চৈতালি রাতে স্তব্দতার ভারে নূয়ে পড়েছে
আমার নিথর দেহ,মরা আঙিনায়,
চারদিকে সুনসান নীরবতা
ঘিরে রেখেছে আমার কালঘুম।
তুমি নেই বলে------
ছাতিম গাছের পাতার ফাঁক গলে
হানা দেয় ঘোর অমানিশা।
এসোনা-----
নিস্তব্ধতার নিকষ কালো অন্ধকারের বুক ছিঁড়ে
আমার শূন্য জমিনে।
তুমি নেই বলে------
বুকের বা'পাশে অকস্মাৎ,
বৃষ্টিহীন ঝড় উঠে
অভিমানে ভালবাসারা নেমে যায়
খরস্রোতা নদীর মত অজানাতে।