এখানে সবাই একা
ব্যস্ত দিনান্তের শেষে যখন গাঁঢ় সন্ধ্যা নামে
এক ঝাঁক দুঃখ নিয়ে
তখন আমরা বাঁচা মরার হিসাব কষি প্রতিনিয়ত
বুকে উনুন জ্বালিয়ে।


এখানে সব গল্পের নাম জীবন এখানে জীবনের নাম গল্পো
জীবনের চোরাবালিতে যে গল্পো হয়
সেখানে তুমি আছো আমি আছি
অতচ কেউ যেনো কারো নয়।


আসলে সময়টা আমাদের নয় এখানে শুধুই--
শুন্যতার সঞ্চয় হয় অবিরত
একদা এখানে আমাদের একটা জীবন ছিলো
সেখানে তুমি ছিলে আমিও ছিলাম
চোখে চোখে কথা হতো- - কত,
তবুও সে সময়টা সুসময় হয়ে ধরা দেয়নি কখনো।


যখন সুখ খুঁজছিলাম, বুকের বকুল পারিজাতহীন সময়ে
সেদিনই জন্মের মতো পর হয়ে গেল সুখের সারস
দেখা হয়নি সাত আসমান,দেখা হয়নি সুখের আরশ।


দিন যায় রাত আসে, বাড়ে অনুতাপ
উত্তরের জানালায় বসে ক্ষণ গুণি
বয়সের পেয়ালায় চমুক দেই একটু একটু করে
বাড়তে থাকে ঋণ সময়ের কাছে- মহাকাল ধরে।