আমি ভাববো কিনা ভাবছি,
ভাবার কি এমন দরকার!
না ভেবেইতো চেয়ে দেখি মানুষের অবয়বে,
কতোটুকু হিংস্রতা,কতোটুকু লোভে সে লালায়িত হয়।
মানুষের স্বভাবে স্বরে কতোটুকু উঠানামা করে
শেষ পর্যন্ত নাগরিক নীড়ে লোভের মোহে।
কখনো ভাবিনি তা, এসবের কিছু
কারণ এসব ভাববার কথা নয়,
চোখের কার্নিশে যে নীলাভ চাঁদ উঠে
তা মূর্হতেই অন্ধকার।
অথচ সেখানে জ্বলজ্বলে স্বপ্ন থাকার কথা
যেখানে বির্বতনের ধারায় জমকালো আয়োজনে ব্যস্ত সবাই।
যেখানে অঘ্রানের জ্যোৎস্নায় শরীরে মিহি আবেশ জড়ানোর কথা,
অথচ ঝাঁঝালো নিঃসঙ্গতার দেয়ালের চাপায় অসহায় ভাবনাগুলো।  
দেহের উদোম ঢেউ মাখিয়ে ভাবছে, যে যার মতো,
যেনো অনন্ত ভাবনাহীন নরম কার্পেটে নির্ভাবনার অমরত্বের সন্ধান পেয়ে।
প্রচলিত অভিধান ছিঁড়ে ভাসছে সবাই
ভাবনাহীন  ভিন্ন স্রোতে ---
তাইতো আমিও ভাবছি, ভাববো কিনা
ভাবনার গভীরে।