আজ আমার কোন কাজ নেই, আজ আমার কোন তাড়া নেই
হাড়িতে চাল নেই সিলিন্ডারে গ্যাস নেই, রান্না হবে কিনা দুশ্চিন্তা নেই,
খুকীকে স্কুলে নেয়ার তাড়া নেই, ফর্দি হাতে বাজারে যাবার তাড়া নেই
ট্রেনের সূচীর প্রয়োজন নেই, পকেটে টাকার দরকার নেই
ডাকবাক্সে চিঠি নেই চিঠি নেই চিঠি নেই!


রাত জেগে মুখস্ত করার পড়া নেই, খুব ভোরে ঘুম থেকে উঠার তাড়া নেই
কোপা আমেরিকা’য় চ্যাম্পিয়ন হলো কে? জানার ব্যাকুলতা নেই
মেসির হ্যাটট্রিক দেখতে না পারার হতাশা নেই
ওয়ানডে’তে কোহলির তিন’শ রান ছুঁই ছুঁই তবু আগ্রহ নেই আগ্রহ নেই আগ্রহ নেই!


টিকেটের লাইনে সবার পেছনে তবু অস্থিরতা নেই
ম্যানগ্রোভ ধ্বংস হলে হোক কোন প্রতিবাদ নেই, সারাদিন লোডশেডিং তবু ক্ষোভ নেই
সাগরে নদীতে মহা বিপদসংকেত তবু ভয় নেই, সাত দিন তুষারপাত তবু ক্ষতি নেই
যা খুশি বলুক পিছু লোকে দ্বিধা নেই, আজ দ্বিধা নেই-দ্বিধা নেই দ্বিধা নেই!
আজ আমি প্রাণহীন শান্ত মমি, আমার কোন কাজ নেই, আমার কোন তাড়া নেই…..


১২/৮/২০১৬