মশাল জ্বালিয়ে রাখি সারারাত;
ধোঁয়াশার সান্নিধ্যে নিশ্চিহ্ন হয়ে যাক প্রত্যাখ্যান যত আছে
অবজ্ঞারা আহাজারি করুক অন্ধকারের গলিতে বসে 


বিবেকের প্রাসাদে লেগেছে গ্রহণ
অবসাদের প্রচ্ছদে দেখি নিজের আনন,
দেখি, সে-ই ইস্টিশন_!
    রেললাইনের উপর পড়ে থাকা-
       ছেঁড়া হলুদ খামের ভেতর আমারই ক্ষতবিক্ষত লাশ_


বহুরাত জেগে থাকা লাল চোখ
চেতনার সতিত্বে নিকোটিনের কুণ্ডলীরা স্বপ্ন দেখে না আর;
আঙুলের ভাঁজে রাখা শাশ্বত প্রেম
               ঠোঁটের উঞ্চতায় নিভে যায় বারবার
                               প্রত্যাখ্যানের গলিতে এসে__