মানবতার ফুটো থালা হাতে সকাল থেকে দাঁড়িয়ে আছে তারা
তারা দাঁড়িয়ে আছে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কোন এক ক্ষুধার্ত জীর্ণ পাঁজরের উপর
রক্ত যেখানে মাটির মমতা থেকে বিতাড়িত, নিজ ঘরের চালা যেখানে আজ উদ্বাস্তু শিবির।


যমুনা কেড়ে নিয়েছে তাদের ঘরবাড়ি ফসলের জমি মাটির চুলা
ভাসিয়ে নিয়ে গেছে দু’মুঠো অন্ন কেরোসিনের বোতল স্বপ্ন দেখার ঘুম
আর দিয়ে গেছে প্লাবনের বিস্তৃর্ণ ঘোলা জলে ভেসে আসা কচুরিপানার উপহাস;


আজ দু’দিন হয়ে গেলো কিছুই খায়নি তারা,
ঝাপসা চোখে বিস্তৃর্ণ জলরাশির পানে তাকিয়ে থাকে জীর্ণ-শীর্ণ অসহায় মুখগুলো,
দু’চোখে তাদের অনাহারী স্বপ্নের আকাশ-ঐ বুঝি এলো ত্রাণের নৌকা...!
কিন্তু তারা তো জানে না, ফেডারেল ব্যাংকের রিজার্ভ তাদের জন্য না…
এ রিজার্ভ দেশকে মধ্যম আয়ের ভীতের উপর দাঁড় করানোর জন্য!


শাহবাগের ফুটপাতে জোরেশোরেই চলছে মানববন্ধনের প্রস্তুতি,
‘বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ান’ ব্যানানের সামনে সেলফি তোলার ধুম
ভিশন-২০৩০ তখনো ধমক দিয়ে বলে, ‘এতো কাঁদিস্ না-তো, তোদের অশ্রুর জন্যই তো বেড়ে যাচ্ছে বন্যার তীব্রতা’!


০১/৮/২০১৬