একদিন আমারও কিছু একান্ত ভালোবাসা ছিল
সেই ভালবাসাগুলো ছিল অসম্ভব মসৃণ ও কৃষ্ণচূড়া শোভিত,
সেগুলোকে পাঁজরের ফুলদানিতে সাজিয়ে হৃদয়ের গভীরে
রেখে দিতাম আমি।
নিয়মিত সেচ দিতাম, নিড়ানি দিতাম, পায়ে ঘুঙুর পরিয়ে সারাদিন রুনুঝুনু ছন্দে মগ্ন থাকতাম।


নির্বোধের মতো মায়াবী ভালবাসায় জড়িয়ে রেখেছিলাম যাকে
একগুচ্ছ গন্ধহীন গোলাপের মোহে সে দূরে চলে গেছে এই দিনে,
সেই থেকে এই দিনটি আমার বিরহ বার্ষিকী !
আজ তেরোতম।


যে দুঃখ আমি পেয়েছি তার কাছে
তা আমি কাউকে বলিনা;
হৃদয়ের নিজস্ব জাদুঘরে সেইসব দুঃখের স্মৃতি রেখেছি যতন করে।
বুকের ভেতর সিডরের ব্যথা জেগে ওঠে থেকে থেকে
চোখের পাতারা সারারাত জেগে থাকে, আমি ঘুমাতে পারিনা;
তেরো বত্সর হয়ে গেল আমি ঘুমাতে পারি না!