স্বপ্নের চারাগুলো শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, অগভীর শেকড়েরা
বহু আগেই ভুলে গেছে অমৃত জলের স্বাদ,
সজীব ইচ্ছেগুলো বারবার ফিকে হয়ে যায়
        দিবাকরের রুদ্রমূর্তির বিষাক্ত নিশ্বাসে পুড়ে;


বহুকাল এই মরূর পাহাড়ে বৃষ্টি হয়নি
বহুকাল এই রুক্ষ জমিন ভিজেনি শীতল জলে,
মেঘগুলো কেবলই এসে
        ছলনায় ভেসে যায় দূরে__
উপহাসে;


হৃদয়ের উর্বর ক্ষেতে যে স্বপ্নের চারা বুনেছিলাম বহু আগে
তার শাখা-প্রশাখাগুলো ছেঁটে দিয়েছি আমি,
বনসাই হয়ে ও' ঘুমাক গহীনে কিছুকাল
দিনপতি ধ্বংসের পর আঁধারের চোখেই নাহয় দেখবে পৃথিবীর মুখ।