বসন্ত চলে গেছে, কুহুকুহু সুরে তাই কোকিলেরা গাইছে না গান বনে
পরিযায়ী হয়ে চলে গেছে তারা দূরের শহর,
পলাশের শাখায় শাখায় শালিকেরা করছে বিলাপ
বিশ্রী কর্কশ সুরে গলা সাধছে সব বুলবুলি-টিয়া!


একদিন মিষ্টি সুরেলা গান গেয়ে যে পাখি আড়মোড়া ভাঙাতো অলস দুপুরের
যে পাখির আবেগি সুর ফাগুনের গোধূলিকে রাঙাতো উল্লাসে;
অসৎ সংগে সেই পাখিগুলো আজ হয়ে গেছে হিংস্র বাজের মতন
হুতুম পেঁচার মতো সেই পাখিরা আজ লুকিয়েছে কোষ্ঠের গভীরে!


একদিন এই বনে কতো ফুটেছিল মনিমালা ফুল!
মহুয়ার ডালে প্রেমিক এক বৌরি করেছিল তারে প্রেম নিবেদন,
শিমুলের ফুলে বসে ভিমরাজ পাখিরা কতোবার দিয়েছিল তাকে চুমু_
সেই স্বর্ণশিমুলের শাখাগুলো আজ বসন্ত বিচ্ছেদে কাতর
পার্কের বেঞ্চে ঝরে পড়া দেবদারুর আঁখিগুলো ভীষণ শুষ্ক মলিন;


বসন্ত চলে গেছে তাই বহুদিন আর এই দেবদারু তলে বসবে না কোনো প্রেমিক যুগল
বলবে না কেউ মনের আবেগি কথা, ভাঙাবেনা অভিমান;
ধূসর জ্যোৎস্না রাতে ঐ কাঞ্চন'তলায় স্বপ্নীল পরীরা আর আসবে না ফিরে ফিরে
খরতাপে স্তব্ধ হয়ে যাবে মূর্ছিত সুরেলা আবেশ
স্তব্ধ হয়ে যাবে মোহনীয় জাদুর শিহরিত সব উদযাপন_