বউ আর শাশুড়ির মালিন্য চিরকাল
কখনো তা প্রকাশ্য কখনো আড়াল,


বৌ সব মনে করে শাশুড়িটা ঘসেটি
দু'জনার সম্পর্ক চিরচেনা দা-বটি,
যৌথ পরিবার তার ভালো লাগেনা
একা ছোট সংসার ছিল তার বাসনা;
ভাগ করে সবকিছু হতে চায় আলাদা
ভুলভাল বুঝিয়ে দিতে থাকে তাগাদা।


শাশুড়িও যান না এতটুকু কম
মনে হয় তিনি যেন বউদের জম,
ছেলে তার বিয়ে করে হয়ে গেছে পর
অলক্ষী ভাঙছে তার সুখ সংসার;
এতটুকু খসলে পান থেকে চুন
উঠেপড়ে লেগে যান শেখাতে কানুন।


বউ যদি মনে করে শাশুড়িকে মা
পরিবারে অশান্তি তবে হতো না,
শাশুড়িকেও মানতে হবে অন্যের মেয়ে
আলাদা নয়তো সে নিজ মেয়ে চেয়ে;
আজকের বৌ যারা আগামীর শাশুড়ি
আজকের শাশুড়ি আগামীর পরপারি।