দুই ডানাতে ব্যাগ ঝুলিয়ে চললো হাটে কাক
হরেক রকম সওদা-পাতি কিনতে ছটাক-ছটাক,
ধরিয়ে হাতে একশো টাকা বউ বললো শোনো
দরকারী সব আইনো কিনে ভুলো না কক্ষনো।


সংসারে তার চোখ না ফোটা চার-চারটা ছানা
শক্ত খাবার খেতে তাদের এখন আছে মানা,
তাদের জন্য কিনতে হবে সিদ্ধ করা ডিম
বউ বলেছে আনতে তাকে দুইটা আইসক্রিম।


পেটটা ভরে হয়নি খাওয়া কত বছর পার
কত রাত্রি হয়েছে সকাল ঘুমহীন অনাহার,
ছোটো ছানাদের জন্য নিলো একটু সাবুদানা
পুষ্টি অনেক-খেতেও ভালো-শিশুর আদর্শ খানা।


পুঁটি মাছের দাম শুধালে বললো ছ'শ আশি
'এক্কেবারে তাজাই আছে নয়তো পঁচা-বাসি',
থাক্,
পরের হাটে কিনবো ক'খান এখন কিনি চাল
লবন-মরিচ কিনতে হবে, সাথে মশুর ডাল।


ষাট টাকাতে এক কেজি চাল কিনলো কাকপতি
মাছ মাংস না খেলেইবা কী হয় এমন ক্ষতি?
ভাতের সাথে জল মিশিয়ে খাবো পান্তা নরম
গ্রীষ্মকালের এই আগুনে লাগবে না আর গরম।।