আয় তোরা আয়
দুধ বেচে মদ খাই,
নিজের কামাই-য়ে যাই খাই নাকো
নিষেধ তো আর নাই;


আয় তোরা আয়
সবে মিলে ঘুষ খাই,
খুশি হয়ে যদি দেয় কেউ কিছু
নিতে কোনো বাধা নাই;


আয় তোরা আয়
কল্কি'টা নিভে যায়,
সুখটান সবে মিলেমিশে দিলে
বন্ধুত্ব বেড়ে যায়;


আয় তোরা আয়
জোটের শক্তি দেখাই,
হাত নিব কেটে_ ভেঙে দেবো ঠ্যাং
কেউ যদি দেখাস বড়াই;


আয় তোরা আয়
চাঁদাবাজি করে খাই,
রোজকার তোলা দিতে হবে আধা
চলবে না ধানাইপানাই;


আয় তোরা আয় 
নেতা হলো দুলাভাই,
কাটছে মোদের মহাসুখে দিন
খুশিতে বগল বাজাই।