রবি ভাই ডেকে কয়, হে কবি মন কেন আজ তব ভার
সুরাপান ব্যতিরেকে আসর ছেড়ে গেলে! কি হয়েছে তোমার?
হেসে কই, করেছি তো পান, অতটুকুই শরীরে কুলায়,
ভীষণ ব্যস্ততায় কেটেছে দিন, এখন রান্না করছি চুলায়।
রবি ভাই কয়, তবে লিখে ফেল আজ মন নিয়ে কবিতা, রাত্রির গভীরতায় পূর্ণতা পায় পঙতির সবিতা।
আমি বলি, "ধুর্! সবসময় শুধু কবিতা আর কবিতা! চলুন না দেখে আসি- হাসাবিয়া হলে চলছে নতুন ছবি 'ববিতা'।"


উৎসর্গ: কবি ফয়েজ উল্লাহ রবি



২৪/৪/২০১৭