এখুনি শেষ নয়
আরও অপেক্ষা করি কিছুক্ষণ,


স্বল্পবসনাদের উদ্দাম নৃত্য প্রদর্শন শেষ হতে এখনো কিছুটা বাকি
এই প্রবঞ্চনার আসর তাসের ঘরের মতো ভেঙে যাবে হয়তো ক্ষণিক পরেই।


আগুন লেগেছে তালপাখায়!
মধ্যরাতে পুড়ে যাচ্ছে মানচিত্রের বলয়
ভ্যাপসা গরমে শুকিয়ে যাচ্ছে জলাধার;


তুষের রাজ্যে আর কতটা পারদ ঢালবে তুমি লীরা?
তোমার ছলনার বাঁশি ছুঁড়ে ফেলে জনতার কাতারে নামো;


কিছুক্ষণ অপেক্ষা করি আরও; শেষ অবধি দেখে যাই_


প্রজন্মের মদ্যপ ঘোর থেকে যাবে হয়তো আরো কিছুকাল;
তাতে কী!
ত্রাতা হয়ে আসবে কালবোশেখী ঝড়ের মতো কেউ
শিলাবৃষ্টি হয়ে ঝরেঝরে নিশ্চয় নিভিয়ে ফেলবে জনপদে লাগা মোহের আগুন।


জানি, প্রতিটা সত্ত্বার গভীরে বাস করে অনন্ত বিবেক,
জাগ্রত জলাধারের নৈসর্গিকতা শুকিয়ে গেলেও
বোতলের শূরা'তেও নিভানো সম্ভব এই অনন্ত লেলিহান লালসার দাবানল
প্রয়োজন শুধু একটু স্বদিচ্ছার