আমি আর কারো ভালবাসা চাই না-
     সহস্র বছর বিরহের আগুনে জ্বলতে হবে বলে,
আমি আর কারো ঘৃণাও চাই না
     মনের আয়নায় ঘৃণিত মুখ সইতে পারবো না বলে...

আমি আর কারো প্রেমিক হতে চাই না-
     হৃদয়ের শুষ্ক টবে গোলাপের কলি ফুটবেনা বলে,
আমি আর কারো স্বপ্নের সঙ্গী হতে চাই না
     স্বপ্নের চেনা পথ অচেনা হয়ে গেছে বলে...


আমি চাই ক্ষণিকের জীবন বসন্তের নির্ভেজাল স্বাদ...
যেখানে আপন বলতে শুধু আমি একা-আমার একাকীত্ব,
আর চাওয়া বলতে দিনভর একাকীত্বের বন্দনা...


১১/৮/২০১৬