যে আয়নায় তুমি আগামী ঐশ্বর্যের সাতমহলা দেখো হে নারী
সেই আয়নায় আমি দেখি ফেলে আসা অতীতের শূন্য হাঁড়ি,
তোমাদের দিশেহারা বন্ধ চোখের নগ্ন সুখানুভবের সীমান্ত পেরিয়ে আমি   
ক্লান্ত চোখে
বহু দরকষে
বহু ঘামের বিনিময়ে কিনে আনি দু’মুঠো শস্যের বীজ!


শিহরিত আদিম লালসায় অভুক্ত তুমি ও তোমরা_
আমার সংগ্রামী ক্ষুধা নিবারণের মাঝে যার দূরত্ব
আলোকবর্ষের ইতিহাস