হৃদয়ের আঙিনায় যতটা ভালোবাসা রেখেছিলাম তোর তরে
তার চেয়েও কী বেশি ঘৃণা
    দিসনি আমাকে ফিরে?


শাশ্বত প্রেমের আয়নায় যতটা ভেবেছি আপন
তার চেয়েও ক্রমশ বিস্তর হয়েছে ব্যবধান
            তোর আর আমার_


বুক পকেটে ভরে রেখেছি সেইসব দিনের দীর্ঘশ্বাস যত আছে
স্তরে-স্তরে সাজিয়ে রেখেছি ঘৃণা আর অবজ্ঞার সবটুকু;


আমার হৃদয়াবেগ এখন ঘৃণা আর প্রত্যাখ্যানের জাদুঘর
আলমারির তাকে জলহীন কলসি রাখার
    জায়গা নেই কোনো_