যাবার বেলায় এতো ভালবাসা দিও না আমায়
আমার আজন্ম স্বপ্ন তাতে দূরে সরে অবেলায়;
কুৎসিত কালো বাতাসে ঢেকে সিডরের উল্লাস
সমস্ত শরীরে ছিটিয়ে দাও বৃষ্টি হয়ে বিষাদ,
ঘৃণার সিরিঞ্জ পুষে দাও আত্মার বেদি জুড়ে
যদি কিছু দেবার থাকে, দিও তা মৃত্যুর পরে।


এই অবেলায় এতো ভালবাসা দিও না আমায়
আমার স্বপ্নগুলো বাসা বেঁধে আমাতে ঘুমায়;
আজ বৃষ্টির মতো ঝরুক না কিছু অভিশাপ
ঘৃণার নৌকা ভরে-ভেসে আসুক কিছুটা পাপ,
বিরহে আজ সাজাবো চিতা-ভালবাসাকে দূরে
পিছুটান কাঁদাবেনা, গন্তব্য কাঙ্ক্ষিত মৃত্যুপুরে।


১৭/৮/২০১৬