দু’চোখের দৃষ্টি যতদূর যায়
মানুষ দেখিনা চারিপাশে,
অমানুষরা সব বড্ড নিলর্জ্জে
দাঁত কেলিয়ে হাসে;


মিথ্যারা দেখি সত্যের টুটি
চেপে ধরে বসে থাকে,
নির্ভীকরা সব কুর্নিশ করে
নিষ্ক্রিয়কে কাছে ডাকে;


অসহায় সময় স্তম্ভিত বড়ই
কাঁদে বসে একা একা,
ধৈর্য ধরার আহ্বানে প্রভু
দিচ্ছেন সবাইকে ধোঁকা;


সজীবেরা আজ পরাজিত দলে
নির্জীবের জয় চারিদিকে,
কি লাভ হলো এতকাল বসে
জাগরণের কবিতা লিখে?