শূন্য জীবন ভরিয়ে দিতে এসেছিল এক ভোর
কাঁপা হাতের উঞ্চ ছোঁয়ায় ভাঙলো তখন ঘোর,
চমকে উঠে দৃষ্টি ফেরায় তার আঁখিরও উপর
দেখি-
দরোজায় ঠাঁই দাঁড়িয়ে এ-যে প্রাণোচ্ছল ভ্রমর।


হলো দু'জন জানাশোনা পরে সঙ্গী জীবনভর
ঘুচে গেল সকল অভাব পূর্ণ হলো ঘর,
দুঃখ আঘাত যতই আসুক হয়নি আজও পর
সায়ংকালে তার সাথে হোক আমার যৌথ গোর।


তার কাছেতে সব অধিকার আমার সকল জোর
একটু চাওয়ার অনেক পাওয়া, সে কিংবদন্তি বর।



রচনাকালঃ- ০১/৭/২০২০