যতবার আমি রেগে যাই
যতবার হাত দুটি মুষ্টিবদ্ধ হয়ে আসে
             চোয়াল শক্ত হয়ে যায় ক্রোধে
ততবারই কবিতারা আমাকে শেখায়
                      রিপু নিবৃত্ত রাখার কৌশল,
                                              স্বমহিমায়....
কবিতারা আমার কানে কানে এসে বলে-
‘‘ঝগড়ায় ঝগড়া বাড়ে ক্রোধে পোড়ে মন
হিংসায় মেলে না কিছু বলে গুণীজন’’।


03/8/2016