আমি আর কোথাও যাবো না কোনদিন তোমাকে ছেড়ে, এই ভাঙা ঘর বৃষ্টির জল কাদামাটি গায়ে মেখে, তোমার বিছানো দুর্বার আঁচলে ঘুমিয়ে থাকবো সারাবেলা…


আমি আর কোথাও যাবো না কোনদিন তোমাকে ছেড়ে, তোমার আকাশের মেঘ হয়ে স্বর্ণালী বৃষ্টি ঝরাবো ফসলের মাঠে, সূর্যের হাসি হয়ে রাঙিয়ে দিবো কৃষকের ক্ষেত-স্বপ্নের উঠোন…


আমি আর কোথাও যাবো না কোনদিন তোমাকে ছেড়ে, এই নদী তীরে বটবৃক্ষের ছায়ার সুরেলা মিষ্টি পাখি হবো, শান্ত নদীতে পালতোলা নৌকা ভাসিয়ে গলা ছেড়ে গাইবো আমি ভাটিয়ালি গান...


আমি আর কোথাও যাবো না কোনদিন তোমাকে ছেড়ে, সর্ষে ফুলের মাতানো গন্ধ হয়ে-বিলাবো মধু মৌমাছি যত আছে, সীমান্তে সীমান্তে বসাবো পাহারা জোনাকির মশাল জ্বালিয়ে...


০৭/৮/২০১৬