একটা দীর্ঘ চিঠি লিখি তোমার অনুপস্থিতির ঠোঁটে
যেখানে শব্দেরা নিঃশব্দে কাঁদে
ঘুমহীন রাতের মতো_
আমি জানি,
জানালার ওপাশে স্মৃতির মরিচিকা হয়ে তুমি এখনও হাঁটো...
আর অজস্র রাত্রির হৃদয়ে রেখে যাও চুমোর মতো চুপচাপ কিছু ব্যথা।
তবুও...
বিরহের তাপে গলে যাওয়া সন্ধ্যায়
আমি মালা গাঁথি বিষণ্ন স্মৃতির ফুলে,
যেখানে বুকের দেয়ালে লেখা আছে তোমার নাম
আর লেখা আছে একটা অসমাপ্ত তোমাকে পাওয়ার আকুতি।