এখনো চারপাশে ঝিঁঝিঁ পোকার ডাক শুনলেই
শৈশবের কথা মনে পড়ে
স্বচ্ছ কাঁচের মতো কিছু দেখলেই মনে পড়ে যায়
দলে ঢাকা দীঘির স্বচ্ছ চোখ


রাতভর সবগুলো জানালা বন্ধ করে তাই
স্মৃতির জানালা খোলা রাখি,
দূরের নক্ষত্রে জমা রাখি কবেকার স্নেহের অক্ষর
বিস্মৃতির প্রতিবিম্বগুলো ভিজিয়ে রাখি নুনজিজির স্বচ্ছ জলে;


রাতের শেষ আঁধারেরা জানে কত রাত স্মৃতির কফিনে শুয়ে নির্ঘুম হয়েছে ভোর
রাতের নির্জনতারা জানে আঁধারের অশান্ত সমুদ্রে ডুবে
ভেসে উঠেছি কতবার স্মৃতিময় চেনা সৈকতে



আলোগুলো আজ স্মৃতির প্রাচীর, দীর্ঘ রাত্রি শেষে
প্রতিটি সূর্যোদয় একেকটি সুখস্মৃতি বিচ্ছেদের গভীর দাগ_