গতকাল রাতে এই শহরটা মরে গেছে,
মৃত শহরের রাজপথ-অলিগলি সব দখলে নিয়েছে
দূর থেকে উড়ে আসা একঝাঁক মাংসাশী শকুন।
আধো পচা লাশের উৎকট দুর্গন্ধে
সেইসব শকুনের ঠোঁট বেয়ে ঝরছে লালাবৃষ্টি।
মৃত এই শহরের শোকে যখন সমস্ত পৃথিবী শোকাহত,
তখনই সেই লালাবৃষ্টিতে ভিজে ভিজে হাস্যোজ্জ্বল ঈশ্বর ঘোষণা করলেন-
‘আজ হতে মৃত এই শহরটাকে বিলুপ্তপ্রায় শকুনদের জন্য
অভয়াশ্রম ঘোষণা করা হলো’!