এই ঘুমহীন মহাশূন্যের নির্জনতার ইশারায়
ছায়াপথের সিঁড়ি বেয়ে
হেঁটে এসেছি বহুদূর একা__


বহু নিচে,
চাঁদের দিকে একবার তাকাই
দেখি, সাগরের লবনাক্ত জলে ভেসে-ভেসে
                  স্নান করছে জোছনার রোদ,
আর বিস্তীর্ণ নীলাকাশের স্যাঁতসেঁতে চিরহরিৎ বনের গভীরে
                          ঘুমিয়ে আছে প্রজাপতি সূর্যেরা;


বহুবার নক্ষত্রের পতনে ঝাঁঝরা হয়েছে এই বুক
বহুবার প্রতিবিম্বের অমসৃণ সিঁড়িতে হোঁচট খেয়েছি আমি;
অবশেষে, মধ্যাকর্ষণের অস্তিত্বহীন আত্মার অস্তিত্বে মিলেছে নাগরিকত্ব সনদ!


এখানেই কোথাও একটা ঘর বানিয়ে নেবো,
জাগতিক তুচ্ছ মায়াবী জনপদে আমি খুউব অসহায়
নির্লিপ্ত ভালবাসা ছাড়া কেউ নেই সেখানে আপন__