নদীর চোখে তাকালেই মনে পড়ে উজানের উঠোন
স্মৃতিরা যেখানে বড্ড ঋণী হয়ে আছে দূর্বার কুয়াশায়-গোধূলির মায়ায়    
শেফালি ফুলের পাপড়িতে একদিন ফুটেছিল ভালবাসা
জোনাকির চিবুক ছুঁয়ে ছুঁয়ে সন্ধ্যার আনাগোনা…..


নদীর চোখে তাকালেই বর্তমানের ঐশ্বর্য ফিকে হয়ে আসে
সুতো ছেঁড়া ঘুরির মত স্মৃতিপূর্ণ পালতোলা নৌকারা আসে
                                               মোহনায় ভেসে ভেসে,
মনে পড়ে, আকাশের বুকে শ্রাবণের গর্জন শুনে-
যে কিশোরটি স্নেহের আঁচলে লুকিয়ে বলেছিল
                                        ‘আমার খুব ভয় পাচ্ছে মা...!’
সেই কিনা আজ বিস্তৃর্ণ সমুদ্রনীলের সাথে করছে বাসর
সেই কিনা আজ জ্যোৎস্না রাতের হিমু, অন্ধকারের প্রেমিক!


নদীর দিকে তাকালেই চোখে ভাসে শিশিরে ভেজা নুনজিলির উদারতা
আঁকাবাঁকা মেঠোপথ, গোধূলির মায়া, কুঁড়েঘরের স্নেহ
নদীর চোখে তাকালেই মনে পড়ে আমি উজানের সন্তান
মনে পড়ে, একদিন সেখানে আমার সবকিছুই ছিল……


১৫/৮/২০১৬