নদীর গর্ভে ডুবে যায় চাঁদ
একীভূত রোমন্থনে বিষুবরেখায় বেজে ওঠে সাইরেন,
হিংসায় পোড়া বাতাসের গতিবেগে পাল্লা দেয়
                          নিঃসঙ্গ জলের ঢেউ_


জোয়ারের তোড়ে ভেসে যায়
         উত্তর গোলার্ধে জমে থাকা অজস্র একান্ত সময়।


প্রেম নিবেদনের চেনা আঙিনায় নদীর
বহু প্রতিদ্বন্দ্বী প্রেমিক রূপকের বৃত্তে সাজায় বাসর,
ক্রমাগত অক্ষরের সঙ্গমে ভিজে যায় রাতের নির্জন পাঠ_


বিষণ্ণ ট্রাপিজিয়াম লজ্জায় লুকিয়ে থাকে
অসম অশান্তির আগুনে বাষ্পীভূত হয়
                     পৃথিবীর সব শাশ্বত সুন্দর!