কে যেন প্রতিরাতে ফিরে আসে তন্দ্রার ভেতর
খুব অচেনা লাগে তাকে, তার কন্ঠস্বর তার পায়ের ছাপ
আঙুলের ছোঁয়া সবকিছুই খুব অচেনা…।
তবু সেই স্বপ্নীল ছায়া প্রতিবারই খুব কাছে এসে বসে
আমাকে জড়িয়ে ধরে প্রেমিকার মত;
কামনার চাদরে লুকিয়ে-
হাত ধরে নিয়ে যায় তুষার রাজ্যের ওপারে অচেনা কোন গাঁয়,
অতঃপর, প্রবল আবেগে আমার হিম রক্ত শিরায় জ্বালিয়ে দেয় লাভার উঞ্চতা...।
গ্রীষ্মের পালতোলা নৌকা যেমন ছুটে চলে তুষারের বনে
ঠিক তেমনি আমিও দিশেহারা হয়ে যাই তার চিবুকের স্পর্শে
ব্যাকুল হয়ে পেতে চাই অচেনা অন্ধকারে সেই স্বর্গীয় নরক!


কোন সে অচেনা ছোঁয়া? কোন সে অচেনা মানবী সে?
কেন বারবার আমাকে ভাসায় সমুদ্রের লোনা ফেনার জঞ্জালে....?



৩১/৭/২০১৬