চোখের কার্নিশে ঢালাই করা বেদনার প্রাচীর
মুখশ্রী জুড়ে সবুজ পাতা ঝরার দগদগে ক্ষত
আমি আকাশ-বাতাস প্রকম্পিত করে কিভাবে কাঁদি?
কিভাবে কেঁদে কেঁদে মসৃণ করি ঠোঁটের রুক্ষতাকে?


তবুও বিশ্বাসে মহাকালের সীমান্ত সীমাহীন!
মানুষ সুখী হওয়ার জন্য বাঁচে
মানুষ বেঁচে থাকার জন্য ভুলে যায় সব দুখের অতীত_


কোলাজের সীমান্তে সীমাহীন বোশেখী ঝড় মাঝরাতে
টিনের চালে কৃঞ্চ বধ করছেন দানব
আহা কী ছান্দসিক বৃষ্টি জলে অসুরের বিনাশ!


অঝোর কান্না-সুখ কি
            তুমি জানো?


এই চিরহরিৎ অরণ্যও একদিন রুক্ষ মরূদ্যান ছিলো
মেঘের অশ্রুরা বৃষ্টি হয়ে ঝরে
    বহু শতাব্দী আগে শীতল করেছে তার পুড়ে যাওয়া হৃদয়।


প্রাঞ্জল হাসিতে যদি ভরাতে চাও বাকিটা জীবন
পুড়ে যাওয়া ক্ষত চিহ্নগুলো ধুয়ে সুশ্রী হয়ে নাও
                                      শূন্য যেমন,
বেদনার খসখসে ক্ষত চিহ্নগুলো
                          পুণ্যময় বৃষ্টির জলে ভিজে
হয়ে যাও চিরসবুজ অজেয় দুঃখজয়ী বনভূমি__