গ্রীষ্মের প্রচ্ছদে পুড়ে যাচ্ছে অনুভূতি, কে যেন
    ভূমিকায় শিরশ্ছেদের হুমকি দিয়ে গেছে_
    
হয়তো আর কোনো দিন শ্রাবণের বৃষ্টি জলে হবে না ভেজা
হয়তো এ গ্রীষ্মেই হয়ে যাবে
                   চেতনার চূড়ান্ত বধ!


জানি, তোমার গ্রীবায় এখনো তুষার শান্ত নদী_
আমাকেও দিও ঢেলে কিছুটা স্নিগ্ধ জলপ্রপাতের শূরা


বহুবার মানুষ হতে চেয়েও পারিনি_


ভয়ার্ত অনন্তের মুখোমুখি হবার আগে অন্ততঃ
            তৃষ্ণাত্ব গলাটা ভিজিয়ে নিতে চাই।