চোখ দুটি আর ব্যাকুল হয় না কারো ভালবাসা পেতে
এই সঙ্গীহীন জীবনে শোকার্ত চোখের জলই অমৃত সুধা!


অথচ; একদিন নির্ঝড় রাতে কষ্টের দেয়াল ধ্বসে
যে পরিযায়ী প্রেম হয়েছিল দিশেহারা__
নিঃশেষের প্রান্তরে দাঁড়িয়েও সে বলতে চেয়েছিল ঠোঁট নেড়ে
মেহেবুবা, তুমি মোহনায় দাঁড়িয়ে থেকো -
অপ্রাপ্তির এই অশ্রুগুলো নিগার নদীতে ভেসে ভেসে
                তোমাকেই করবে আলিঙ্গন।