এ কেমন ভালোবাসা বলো-
কাছে আসলেই উদ্বেলিত জোয়ার মৌনতা শ্মশানে
আড়ম্বর জমিনে গন্ধহীন শুষ্ক মল্লিকা
মৃদু অবিশ্বাস প্রকম্পিত হৃদয়ে বারবার !


এ কেমন ভালোবাসা বলো-
কৃষ্ণচূড়া ভেবে যতবার তোমার হৃদয় চেয়েছি ছুঁতে
ততবার তুমি শূন্য দিগন্তের রঙধনু হয়ে গেছো
ক্ষোভের আগুনে পুড়িযেছ আমার নিষ্পাপ বিশ্বাস !


নৈশব্দে তবু আমি বারবার এসেছি ফিরে, অথর্বের মতো
মাদল নৃত্যে মুক্তির স্বাদ পেতে;
যদিও জানি, তুমি আর তোমার হৃদয়ের ব্যবধান
                                একশত আলোক বর্ষ দূর।