বহুবার ভেবেছি চলে যাবো এই মোহনজালের বেষ্টনী খুলে বহুদূর, কিন্তু
তোমার অশ্রুভেজা চোখের দিকে তাকিয়ে হয়নি যাওয়া;
আর না_
এবার সত্যিই চলে যেতে হবে, আমার ছুটি শেষ_


চোখের জল মুছে নাও প্রিয়তমা
মনকে শক্ত করো
আমাকে বিদায় বলে দাও।


কেঁদো না; তোমার সত্ত্বার গভীরে আমার আমিকে রেখে গেলাম
তাকে তুমি সযত্নে আগলে রেখো


অদেখা শেলক পায়ে কেটেছে আমার জীবন
জোছনা বনে আকাশের চাঁদকে ছুঁতে না পারার কষ্টে
        হয়ে গেছে বহু বসন্ত পার
স্বপ্নগুলোকে বেঁধে রাখা নাটায়ের সুতা ছিঁড়তে না পারার বিভীষিকাময় হাহাকারে
            কেটেছে অনেক অশুভ সময়


আমি চলে যাবার পর আমার সমস্ত সত্ত্বাগুলোকে আকাশে উড়িয়ে দিও
অমসৃণ পথে হেঁটে হেঁটে, ধুলো-বৃষ্টি-কাঁদা গায়ে মেখে তারা বেড়ে উঠুক
পৃথিবীর বহু বন্ধুর পথে ঘুরে ঘুরে, হাওয়ার ডানায় ভেসে- উদ্ভাসিত অগ্নিশয্যার মুখোমুখি এসে দাঁড়াক অবশেষে


আমি চাই আগামীর সত্ত্বারা বিস্ময়াবিষ্ট না হোক 
প্রজন্মের তালুর ভাঁজে আঁকা থাক অদেখা পৃথিবীর মানচিত্র__