-ছি!
হয়নি এগুলো কবিতার ক-ও
পাতা ভরেছে ছাইপাঁশে,
তাইতো এখন কবিতার দুর্দিন
পাঠক মুখটিপে হাসে!


আরো তিনি বলে যান_
-কাব্যের সম্মান
রেখে গেছেন কবি আবু ওসমান,
আর গত হওয়া স্বর্গীয় পানুদেব স্যার,
আহা! মন যায় জুড়ে, ভাবে আসে ঘুম
কী ছিলো ছন্দ বাহার!


:-তাহলে এই কবিতাগুলো কী করবো স্যার?


-নিয়ে যাও বাছা
কবিতা না আগাছা;
গ্যাসের যে দাম!
পাতা ছিঁড়ে ভাত রেঁধো
হবে কিছু কাম।