শেষের বেলা আসছে দ্রুত ধেয়ে
ভয় পেয়ো না স্বেচ্ছাসেবী রাখাল
দাম্ভিক ঐ সূর্য দেবীর আলো
লুকক যতই মেঘের অন্তরাল;


তাকায় যদি রক্ত চোখে ওরা...
উঁচিয়ে ধরে লৌহ শেকলখানা
হস্ত তোমার দৃপ্ত লাভার আগুন
প্রতিরোধে নেইতো কোনো মানা;


বাতাস আজি যুদ্ধের দেয় ডাক
চূর্ণ তাদের পরিপূর্ণ মনোবল
বজ্র যেমন পতনের-ও আগে
ছড়িয়ে ভীতি লুটে পড়ে নিশ্চল;


নতুন দিনের বিপ্লব হোক শুরু
ফাঁসির মঞ্চে দাম্ভিক ফ্যাসিবাদ
প্রজাতন্ত্রের সত্যি সংজ্ঞা আবার
রক্ত দাগে হয়ে যাক অনুবাদ।