আমারও
নিজস্ব একটা পৃথিবী আছে,
সে পৃথিবী
ঘূর্ণায়মান তোমার চারপাশে।

এই পৃথিবীর
আলো-বাতাস কিংবা সুগন্ধ যত,
সব কিছুই একান্ত তোমার
তোমার সেবায় ব্রত।