জেগে থাকি আকাশের তলে
মধ্যরাতে আড়ম্বর উৎসব
চেতনার প্রান্তর ভেসে যায় বাঁধভাঙা যৌবনে
রাজ্যের বিস্ময় হুতুম প্যাঁচার চোখে_


রাতের নিস্তব্ধতা ভাঙে দলছুট তারা
আলোকবর্ষ দূরে অপ্রত্যাশিত উল্কাপিণ্ডের বিচ্যুতি,
ব্যতিব্যস্ত একঝাঁক বক উড়ে যায় হয়তো সেখানে_
জাগতিক মায়াদের সীমানায় তা কেবলই
                    প্রভাতফেরির আয়োজন!