আমি ভেবেছিলাম আজই তুমি আমাকে নিয়ে যাবে,
তাই সেই দুপুর থেকেই বসে আছি এই ইস্টিশনে;


এই অমসৃণ জনপদের তীর্যক দৃষ্টি পাড় হয়ে বহুদূর_
অচেনা কোনো সৈকতের প্রফুল্ল সজীব ঝাউবনে আমাকে নিয়ে যেও
কোনো এক শাশ্বত জোছনার বাঁধভাঙা ধূসর মাঝরাতে
সুউচ্চ পাহাড়ের জুমঘরের নৈশব্দে তোমাকে কিছু বলার ছিল প্রিয়


জীবনে অন্তত একটিবার ঘুম থেকে উঠে আমি অপ্রার্থিব সকালের মোহনীয় স্নিগ্ধতা দেখতে চাই
জীবনে অন্তত একটিবার স্নিগ্ধ সকালের রোদ গায়ে মেখে জীবনের সব মেকি প্রাপ্তিকে ভুলে যেতে চাই


তুমি কি সত্যিই আসবে?
সত্যিই আমাকে নিয়ে যাবে?
তোমার আসার পথে আমি চাতকের ব্যাকুলতায় তাকিয়ে আছি_