এই মেয়ে  চিন্তা করোনা,
আমি বেঁচে আছি।
বার বার যে ছোবল দিয়েছ  ব্যার্থ প্রেমের।
আমি  সে ছোবল বিলকুল হজম করে নিয়েছি।
হ্যার্ডবিট এর রক্তক্ষরণ,
ক্ষণে ক্ষণে মনের মরন
আমি বেঁচে আছি ভগ্নহৃদয় নিয়ে।

এই মেয়ে তুমি চিন্তা করো না,
আমাকে ভাষাতে চেয়েছ আমি ভেসেছি।
ঘড় হারিয়েছি,আপনজন ভুলেছি।
দেখ আমি কেমন যাযাবর।
নিজে কখনো ভেসেছ?
সব হারিয়ে হেসেছ?
শিকড় উপরে দেখেছ মূল শিকড়  ছোঁয় কত গভিরে জল।

এই মেয়ে তুমি চিন্তা করো না,
আমি তোমার ভূলে যাব।
ফনায় ফনায় নীল হবে শরির।
শরিরে শরিরে সে প্রেম ভূলেছ।
গভিরতা মাপতে যান না।
প্রেম বলে, তাকেই কর অবহেলা।
চেয়েছ শুধু ছুতে আশমানি চাঁদ।

এই মেয়ে তুমি চিন্তা করো না।
সামনে এসে কখনো পথ আগলে দাঁড়াব না।
পরিচয় দেব না আমি তোমার প্রাক্তন।