বাউল মনের  বাউলানী হারিয়ে গেছে অনেক দূরে।
ঠিকানা পেলে বিরহি বেহাগ?
ভোরের ভৈরব মন কেন উদাস?
ইমন তুলেছে পাল।
বসন্ত ছাড়েনি হাল।
পুরবি এখন ও আশায় আশায় বাউলের জীবন কাটাই।
দু-তারাটার তার ছিড়েছে।
বহর দাদরা তালে।
সাত শুরের স্বরলিপি দূঃখের খেয়ালে।
সানাই বাজে অনেক দূরে।
মাদল বাজে বিহুর সুরে।
হারিয়া আর ভাঙের নেষা
বাউল তোর মনের খবর কেউ রাখেনা।
নট-ভৈরব করে ছটফট।
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের ও সনে।।