পাল্টে যাব বলে
মুখ ডুবিয়ে তোর খোঁপায়
আর চুলের ঘ্রান নিই না।

পাল্টে যাব বলে
তোর মুখের দিকে চেয়ে নেষাই ভাবুক হয় না।
ছুটে গিয়ে তোর হাত ধরে বলিনা চল মেঘ হয়।
শহর থেকে গ্রাম
এক গুচ্ছ কাষফুল ছুরে বলিনা শরৎ এলো
মন খুব চঞ্চল।

পাল্টে যাব বলে
বুকের ভিতর একটা পাথর চাপায়,হাজারটা পাথর।

পাল্টে যাব বলে
স্মৃতি গুলো রোজ গলা
টিপে টিপে মারি।
ব্যালকনিতে চেয়ারটা ফাঁকা পরে থাকে।
হাত বাড়িয়ে আকাশ ছুয়ে তাঁরা
ইনবক্সে শব্দ ছুড়ে বলিনা কী করছিস?
চোখের কোনে বন্যা হলে
মেঘ বৃষ্টি খেলা।

পাল্টে যাব বলে
আর তোর হাতের উপর
হাত রাখিনা।
ঠোঁটের উপর ঠোঁট।

পাল্টে যাব বলে
তোর মনের উপর রাখিনা
আমার মনের কোন জোর।

পাল্টে যাব বলেই তো
তোর আচল ছুয়ে বক্ষ
নাভি ছুয়ে রুক্ষ কেষ
চুম্বন করিনি অনেক দিন।

পাল্টে যাব বলেই তো
শুধু পাল্টে যাব বলেই
তোর তৃণভূমিতে বিলি কাটিনি।
মন সাগরে ভাসাইনি তড়ি।
মাপতে যায়নি গভিরতা।

পালটে যাব বলে
আজ বিকলঙ্গ শরির হিরোসিমা নাগাসাকি হয়।

পাল্টে যাব বলে
মস্তিস্কে বারুদ ছরাই।

পাল্টে যাব বলে
শুধু পাল্টাতে চায় বলে দাবানল।
তবু পারছিনা
যুগযুগ বহুযুগ ধরে পালটাতে চায়ছি।
তবু পারছিনা
স্মৃতিরা ভীর জমাচ্ছে।
তবু পারছিনা
একদম শেষ হয়ে যেতে।।