ব্যালকনিতে একলা তোর সাথেই কথা বলি।
মরা তারা গুনে গুনে তোর কাছেই প্রশ্ন ছুড়ি।
মধ্যরাতে গ্যালাক্সিতে উদবাস্তুর সংসার।
ভূমিকম্পে ধসে পড়া স্মৃতির জঞ্জাল।
হঠাৎ একা লাগলেই তোকে খুজি।
অনেক ভিরে সীমানা ছাড়িয়ে তোর পাড়াই পাহারা।
আগুন্তকের ইচ্ছে গুলো তোর সিমান্তের তারকাঁটা।
ছুতে চাইলে শূন্য।
আকরে ধরলে অমানিষা।
বধির প্রেমের অশ্রু নিয়ে
চাঁদ তোর ও কী তাই রাত জাগা......?