সম্পদের মতো অঢেল চিরন্তন ভালোবাসা  শুভদিনে শুভক্ষণে
মহামূল্যবান রত্নখচিত মণির ন্যায় উজ্জ্বল মানিক্য স্বরূপ;
জ্বলজ্বল আলোয় আলোকিত একমাত্র একান্ত আপন
প্রাণভ্রমরার সরোবরে গা ভাসিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ!


গভীর নির্জন রাতে একাকী বারান্দায় শুয়ে মন দিয়ে শুনি
একটা শব্দ যেন হঠাৎ কানের কাছে এসে ছন্দজাল বোনে;
আমায় হাত বাড়িয়ে সাদরে আমন্ত্রণ জানিয়ে বলে এসো
চোখ খুলতেই দেখি বৃষ্টি এসে হাজির গরীবের এ উঠোনে।


বৃষ্টি ভেজা শহর জুড়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে
ঘুম ঘুম চোখে আধো আলো মুখে শুধুই ভালোবাসার সুখ;
বসন্ত রাতে হঠাৎ করে বৃষ্টি এসে আলিঙ্গন করে গেলে
প্রেম প্রেম গন্ধ মেখে প্রেমিকার প্রশংসায় তখন পঞ্চমুখ!