যে চোখেতে চোখ রেখে
মধুমাখা এ প্রেম মেখে,
কলির কৃষ্ণ বাঁশির সুরে
রাধা'রে ডাকে অন্ত:পুরে!


জগৎ জুড়ে সুখের টানে
কে খোঁজে প্রেমের মানে?
আবেগ দিয়ে গঙ্গা জলে
ঠোঁট ভিজিয়ে শুদ্ধ বলে!


(আজকের কবিতা, আশ্বিন সংখ্যা ১৪৩০)