( পৃথিবীতে অস্বাভাবিক জনসঙ্খ্যা বৃদ্ধির কারণে খাদ্যসঙ্কট আমাদের কোথায় নিয়ে যাবে?)


সোনা-রূপোর দাম কমতে কমতে
আলু-পটলের দামের নীচে নেমে গেছে
পড়ে আছে অভিজাত দোকানে
পেটে ভাত নেই তাই সাজগোজ নেই
মানুষ হন্যে হয়ে খুঁজছে বেঁচে থাকার মানে
বাতাসে পুনরাবৃত্তি হচ্ছে " ভাত দে হারামজাদা"--
প্রয়াত কবি রফিক আজাদ হাসছেন
হাতে নিয়ে সংশোধনী পংক্তি 'না হলে বিশ্বব্রহ্মান্ড খাবো'
সারা বিশ্বজুড়ে আকাল--
আগামীর কবি লিখবেন
'মানুষ এখন মানুষ খাবে'......