( পরজীবি বলাতে অসন্তোষ তো ছিলই তারপরে গাছেদের জীবন নয়
আছে স্পর্শকাতরতা জেনে দুঃখী হয়ে কি বললো গাছেরা শুনুন আপনারা.........)


স্পর্শকাতরতা কি নয় সজীবতা?
মৃতদের ঘিরে থাকে শুধু ধূসর শীতলতা।
দেখিস নি, বর্ষায় আমরা স্নাত হই শাখা-প্রশাখায়
মর্মরিত হই শেষবসন্তে পাতায়পাতায়।
হামেশা বদলাস এ ঘর ও ঘর তোরা জন্মযাযাবর
আমরা বাঁধা থাকি গোড়ায় গোড়ায় স্থিতপ্রসন্নতায়।
আমাদের ছোটোখাটো অঙ্গচ্ছেদ দৈনন্দিন ব্যাপার
এমনকি শিশুগাছ উপড়ে ফেলে
তোরা দেখাস মানবীয় না কি দানবীয় অহঙ্কার।
একটু আঘাতেই তোরা করিস বাহ্যিক হাহাকার
আমরা নিশ্চল থাকি গুটিয়ে দুঃখ সমাহার।
আমাদের মর্মবেদনা শুধু কবিরা জানে
তাই তো মেদুর কবিতায় জানায় সহানুভুতি অপার।


আপ্লুত আমি গাছকে জড়িয়ে ধরি প্রাচীণ মায়ায়।।