(রফিক বরকত জব্বর সালাম ভাইদের স্মরণে...............)


["বরকতের রক্তাক্ত শার্টের জ্বলজ্বলে রঙ
অবিনাশী সূর্য"
(হাসান হাফিজুর রহমান)
"'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি"
(লেখা--আবদুর গফফর চৌধুরী,
সুর--শহীদ আলতাফ মাহমুদ)]


অন্যভাষায় জানিনা কি হয়--
বাংলায় মা বললেই
                     মমতা ঝরে পড়ে।
ভাই বললেই বুক ভরে যায়
            বোন বললেই স্নেহ হাত বাড়ায়।
আর যেই বলি ভালোবাসি
        প্রেয়সীর মুখে জুঁইফুল হাসি,
বৃষ্টির লাবন্য লেখা হয় 'ভোরের কবিতা'য়
আগেও বলেছি-- আবারও বলছি
বাংলাভাষা অন্য ভাষাকে
                          ভাবে না বানভাসি,
শুধু রেখে করতলে
জাদুমন্ত্রবলে
     অবলীলায় করে দেয় সমীরবিলাসী।
বাংলা ভাষাই যেন 'রাগ দরবারী'
আর এই সুরের কাছে কবিতা অমরত্বের ভিখারি!